সিলেট রেলস্টেশন ডকইয়ার্ডে পাহাড়িকা ও জয়ন্তিকা এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। রেল কর্মকর্তারা জানান, দাঁড়িয়ে থাকা ট্রেনকে সামনে থেকে এসে ধাক্কা দেয় আরেকটি ট্রেন। ওই ট্রেনের গতিও কম ছিল। ফলে প্রাণে রক্ষা পেয়েছে বহু যাত্রী।
সকাল সোয়া ১০টায় পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রাম এবং বেলা সোয়া ১১টায় জয়ন্তিকা এক্সপ্রেস সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও যেতে পারেনি।
সিলেট রেলস্টেশন মাস্টার খলিলুর রহমান নিউজবাংলাকে বলেন, পাহাড়িকা এক্সপ্রেস ডকইয়ার্ডে ওয়াশপিটে দাঁড়িয়ে ছিল। এ সময় জয়ন্তিকা এক্সপ্রেস একই লাইনে ঢুকে পড়ে। এতে পাহাড়িকা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পর ট্রেন দুটি উদ্ধার করতে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে কাজ শুরু করে।
জয়ন্তিকা কেন এই লাইনে ঢুকল, চালকের ভুল না সংকেতের ভুল, সেই বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।