রুট পরিবর্তন করে আজ শুক্রবার থেকে রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গা যাবে আন্তঃনগর ট্রেন মধুমতি এক্সপ্রেস। এতদিন রাজবাড়ী থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত যেত ট্রেনটি।
রাজবাড়ী থেকে ৬৪ কিলোমিটার দূরত্বে ভাঙ্গা যেতে ট্রেনটির সময় লাগবে এক ঘণ্টা ২০ মিনিট।
রাজবাড়ী রেলওয়ে সূত্রে জানা যায়, চালুর শুরু থেকে রাজশাহী থেকে রাজবাড়ী হয়ে গোয়ালন্দ ঘাট পর্যন্ত চলাচল করত মধুমতি এক্সপ্রেস। সম্প্রতি ফরিদপুরের ভাঙ্গার গুরুত্ব বিবেচনা করে রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।
নতুন সময়সূচি অনুযায়ী, ট্রেনটি সকাল আটটায় রাজশাহী থেকে ছেড়ে রাজবাড়ী পৌঁছাবে দুপুর সাড়ে ১২টায়। ১০ মিনিট বিরতি দিয়ে রাজবাড়ী ছেড়ে ভাঙ্গা পৌঁছাবে দুপুর দুইটায়।
ফিরতি রুটে ভাঙ্গা থেকে দুপুর দুইটা ২৫ মিনিটে ছেড়ে তিনটা ৩৮ মিনিটে রাজবাড়ী পৌঁছাবে ট্রেনটি। সেখান থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে তিনটা ৪৩ মিনিটে।
আন্তনগর মধুমতি ছাড়াও রাজবাড়ী-ভাঙ্গা রুটে রাজবাড়ী এক্সপ্রেস ১ ও ২ নামে দুটি মেইল ট্রেন প্রতিদিন চলাচল করে।
রাজবাড়ী রেলওয়ে স্টেশনের মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধার কথা ভেবে এ সিদ্ধান্ত নিয়েছে।