চলতি বছরের ১ নভেম্বর থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত মাসের প্রথম রোববার টিকিট ছাড়াই ঢুকতে পারবেন সবাই।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় চিড়িয়াখানায় মাসে এক দিন বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা।
শুক্রবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাসে এক দিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে জাতীয় চিড়িয়াখানা। চলতি বছরের ১ নভেম্বর থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত মাসের প্রথম রোববার টিকিট ছাড়াই ঢুকতে পারবেন সবাই।
এ ক্ষেত্রে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।