কক্সবাজারের টেকনাফে খুনের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার জেলা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আব্দুল গণি। তার বাড়ি টেকনাফ থানার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুরান পাড়ায়।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ মোস্তফা।
পিপি ফরিদুল আলম জানান, ২০০৫ সালের ২৯ মে সকালে আবদুল গণির সঙ্গে একটা কাঁঠাল বিক্রির টাকা নিয়ে একই এলাকার মাহমুদুল হকের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আব্দুল গণি হাতে থাকা দা দিয়ে মাহমুদুলের বুকে কোপ দেন। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুলকে মৃত ঘোষণা করেন।
এ মামলায় মোট সাক্ষী ছিলেন ১৪ জন। তাদের মধ্যে ১৩ জন সাক্ষ্য দিয়েছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আব্দুল গণির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের এই রায় হয়েছে।