বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাভার্ডভ্যানের ধাক্কায় বাসে আগুন

  •    
  • ৩০ অক্টোবর, ২০২০ ১০:০৩

গ্রিন লাইন পরিবহনের চট্টগ্রামগামী বাসটিকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে বাসে স্পার্ক করে ও সেখান থেকে অল্প সময়ে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার জাগুরতলী এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় যাত্রীবাহী একটি বাসে আগুন ধরেছে।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

গ্রিন লাইন পরিবহনের চট্টগ্রামগামী বাসটিকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে বাসে স্পার্ক করে ও সেখান থেকে অল্প সময়ে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।

জেলার কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক ঘটনাটি নিশ্চিত করেছেন।

যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। তবে বাসটি পুরো পুড়ে গেছে। এ সময় মহাসড়কের উভয় দিকে যানজট সৃষ্টি হয়।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আলী আজম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর শুনে আমি নিজেই ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। পুড়ে যাওয়া বাস ও বাসটিকে ধাক্কা দেয়া কাভার্ডভ্যান উদ্ধার করে থানায় নিয়ে আসি। তবে কাভার্ডভ্যানের চালক পলাতক আছে।’

এ বিভাগের আরো খবর