রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার গ্রেফতার ডিবি পুলিশের উপপরিদর্শক (এএসআই) রাহেনুল ইসলামকে বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার তাকে সাত দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিল পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন- পিবিআই।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, ‘ধর্ষণে রাহেনুলের জড়িত থাকার বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না।’
তিনি জানান, বিকেলে পুলিশ পিবিআই কার্যালয় থেকে তাকে হারাগাছ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে নেয়া হয়। সেখানে মামলার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সাত দিন রিমান্ড আবেদন করেন। বিচারক স্নিগ্ধা রানি আগামী ৪ নভেম্বর রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করে।
মেয়েটির বাবার অভিযোগ, গত ২৫ অক্টোবর তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ অভিযোগ এনে সেদিনই তিন জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসমি করে মামলা করেন তিনি।
মামলার আসামি হলেও রাহেনুলকে গ্রেফতার না করে সেদিন থেকেই পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। বুধবার রাতে তাকে গ্রেফতার দেখায় পিবিআই।
মামলায় এর আগে এজাহারভুক্ত আসামি আবুল কালাম আজাদ ও বাবুল হোসেনকে গ্রেফতার করা হয়। এছাড়া ধর্ষণে সহযোগিতার অভিযোগে দুই নারীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।