বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ময়মনসিংহে জেএমবির তিন সদস্য আটক

  •    
  • ২৯ অক্টোবর, ২০২০ ২২:১৯

বুধবার রাত ৩ টার দিকে র‌্যাব-১৪ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিনের নির্দেশে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ওই তিনজনকে আটক করেন র‌্যাব সদস্যরা।

ময়মনসিংহের মুক্তাগাছায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির (জামাতুল মুজাহিদীন বাংলাদেশ) তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ধর্মীয় বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ৫০ বছর বয়সী সিদ্দিকুর রহমান, ৩৭ বছরের আব্দুস সামাদ মিঠু ওরফে দর্জি সামাদ ও ৩৮ বছরের রনি সরকার।

বৃহস্পতিবার রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৪) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব জানতে পারে, মুক্তাগাছার রাঙ্গামাটিয়া এলাকায় একটি টিনের ঘরে জেএমবির কিছু সদস্য নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে। বুধবার রাত ৩ টার দিকে র‌্যাব-১৪ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিনের নির্দেশে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ওই তিনজনকে আটক করেন র‌্যাব সদস্যরা। পরে তাদের থানায় সোপর্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, আটকদের কাছ থেকে বিভিন্ন উগ্রবাদী বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়েছে। এসব বই ও প্রচারপত্র উগ্রবাদ কায়েম করার বিভিন্ন আহ্বান ও কৌশল বর্ণনা করা আছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ওই তিন জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো খবর