বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছেলের ধাক্কায় প্রাণ গেল মায়ের

  •    
  • ২৯ অক্টোবর, ২০২০ ২২:১৯

ওসি জানান, আবুল হোসেনের ছেলে মামুন বৃহস্পতিবার সকালে তার মা জিন্নাতুন নেছার কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মামুন তার মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ছেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মা। বৃহস্পতিবার সকালে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাদাপুর গোরস্থানপাড়া গ্রামে এ ঘটনার পর ছেলেকে আটক করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম জানান, মৃত আবুল হোসেনের ছেলে মামুন (৪০)

সকালে তার মা জিন্নাতুন নেছার (৬২) কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মামুন তার মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। ঘটনাস্থলেই তার মা প্রাণ হারান। খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে মামুনকে ধরে ফেলেন। পরে তারা পুলিশে খবর দেন।

স্থানীয়রা জানিয়েছেন, মামুন প্রায় প্রতিদিনই তার মায়ের সঙ্গে টাকা নিয়ে ঝগড়াঝাটি করতেন। তিনি কোনো কাজ না করায় তার স্ত্রী তিন সন্তানসহ বাড়ি ছেড়ে চলে গেছেন। মাদক গ্রহণের কারণে তাকে প্রায়ই ভারসাম্যহীন অবস্থায় দেখা গেছে।

ওসি জহুরুল আলম আরও জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তন্তের জন্য মর্গে পাঠানো হয়। দুপুর মামুনের ছোট ভাই মো. সুমন দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় মামুনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এ বিভাগের আরো খবর