হত্যা মামলার ২৬ বছর পর রায় এসেছে হবিগঞ্জের একটি বিচারিক আদালত থেকে। রায়ে এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
দণ্ডিত তফুর মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
মামলার এজাহার বলা হয়েছে, ১৯৯৫ সালের ১৫ জানুয়ারি ইনাতগঞ্জ ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী তফুর মিয়া ও খলিলুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে খলিলুরের ভাতিজা জগলু মিয়া নিহত হন।
এ ঘটনায় খলিলুর বাদী হয়ে ৬১ জনের নামে ও অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার দুই বছর পর ১৯৯৭ সালে ৬১ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে বিচারক বৃহস্পতিবার এই রায় দেন।
মামলায় বাদি পক্ষের আইনজীবী হবিগঞ্জের অতিরিক্ত পিপি সালেহ উদ্দিন আহমেদ জানান, ‘৬১ জনের মধ্যে কেবল তফুর মিয়ার বিরুদ্ধেই অভিযোগ প্রমাণিত হয়েছে। বাকি ৬০ জনকে খালাস দেয়া হয়েছে।‘