গৃহবধূ ধর্ষণ মামলায় স্কুলশিক্ষক শরিফুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে মানিকগঞ্জের একটি আদালত।
মানিকগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক বৃহস্পতিবার সকালে শরিফুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে কড়া নিরাপত্তায় আসামিকে নেয়া হয় বিচারিক আদালতে।
অভিযুক্ত শরিফুল স্থানীয় পিএস সরকারি বিদ্যালয়ের শিক্ষক। তার বাড়ি দৌলতপুর উপজেলায়।
মামলার বিবরণে জানা যায়, মানিকগঞ্জ শহরে স্বামী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকেন ওই গৃহবধূ। বুধবার দুপুরে তার স্বামীকে খুঁজতে বাসায় ঢোকেন প্রতিবেশি শরিফুল। দশ বছরের ছেলেকে সিগারেট ও আইসক্রিম আনতে পাঠিয়ে গৃহবধূকে ধর্ষণ করেন শরিফুল।
বুধবার সন্ধ্যায় গৃহবধূর স্বামী মানিকগঞ্জ সদর থানায় শরিফুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
মানিকগঞ্জ সদর থানার এসআই মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার গিলন্ড এলাকার অভিযান চালিয়ে শরিফুলকে গ্রেফতার করা হয়। সেখানে পূর্বপরিচিত সালামের বাড়িতে আত্মগোপন করেছিলেন শরিফুল।
ধর্ষিত গৃহবধূ ও অভিযুক্ত শরিফুলের ডাক্তারি পরীক্ষা হয়েছে। এতে ধর্ষণের প্রমাণ মিলেছে বলে জানান এসআই মনিরুজ্জামান।