রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ সংলগ্ন কালুনগর এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জায়গায় অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে আছে ঢাকা জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়, দুটি অস্থায়ী টং ঘর ও একটা দোকান।
অভিযানে কালুনগর স্লুইসগেটের কাছে একটা বাঁশের মোকাম উচ্ছেদের পাশাপাশি এর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যামাণ আদালত।
ডিএসসিসির জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। ছবি: পিয়াস বিশ্বাস
অভিযান শেষে ইরফান উদ্দিন বলেন, ‘জায়গাটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অংশ। এর ২৬ শতক জমি ডিএসসিসি ১৯৮০ সালে অধিগ্রহণ করে। এতদিন এটা অবৈধভাবে ট্রাক, কাভার্ডভ্যান রাখার কাজে ব্যবহার করা হচ্ছিল।’
এখন জায়গাটিতে সীমানা প্রাচীর দিয়ে পার্কিংয়ের কাজে ব্যবহারের পরিকল্পনা আছে বলে জানান ইরফান উদ্দিন আহমেদ।
অভিযান চলার সময় ডিএসসিসির ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।