ব্লু ইকোনোমির সম্ভাবনা কাজে লাগাতে সরকার ব্যাপক কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত ‘সুনীল অর্থনীতিতে সিউডের সম্ভাবনা: গবেষণা অগ্রগতি ও বাণিজ্যিকীকরণ’ শীর্ষক সেমিনারে একথা জানান তিনি।
মন্ত্রী রেজাউল বলেন, ‘গভীর সমুদ্রের নিচে মূল্যবান মৎস্য সম্পদ রয়েছে। সেটা আহরণে বিভিন্ন পরিকল্পনা নিয়েছি। সমুদ্র থেকে টুনা মাছ আহরণের প্রকল্প নেয়া হয়েছে। এই মাছ থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে।’
সেরা কূটনীতির মাধ্যমে ভারত ও মিয়ানমারের কাছ থেকে সমপরিমাণ সমুদ্রসীমা অর্জন করা সম্ভব হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘সমুদ্রের সম্পদকে কীভাবে আহরণ করা যাবে তার পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি এর নাম দিয়েছেন সুনীল অর্থনীতি।’
বিএফআরআই মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ ও মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস্ আফরোজ।
সেমিনারে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তৌফিকুল আরিফ, শ্যামল চন্দ্র কর্মকার, সুবোধ বোস মনিসহ মন্ত্রণালয় ও বিএফআরআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।