কিশোরের বয়স ১৬ বছর। তার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে।
গাইবান্ধার সাদুল্যাপুরে কিশোরী ধর্ষণ মামলায় এক কিশোরকে সংশোধনাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরকে গাইবান্ধা নারী ও শিশু আদালতে হাজির করে পুলিশ।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, শুনানি শেষে বিচারক আবদুস সালাম ১৬ বছরের ওই কিশোরকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহারে বলা হয়েছে, বুধবার রাতে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। এ সময় কিশোরকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। এর আগেও ওই কিশোরীকে ধর্ষণ করা হয়েছিল।
এ ঘটনায় কিশোরীর বাবা সাদুল্যাপুর থানায় ওই কিশোরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।