বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুরুষদের ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আইনি নোটিস

  •    
  • ২৯ অক্টোবর, ২০২০ ১৮:১৩

দেশে আলিয়া ও কওমি মাদ্রাসাগুলোতে লাখ লাখ ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে। পুরুষ শিক্ষকদের অধীনে চলছে পাঠদান। প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে এসব ছাত্ররা ধর্ষণসহ বিভিন্ন যৌন নির্যাতনের শিকার হচ্ছে তাদের শিক্ষকদের মাধ্যমে। অনেক ছাত্ররা মারাও যাচ্ছে।

পুরুষদের ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি নোটিস পাঠিয়েছেন দুই আইনজীবী।

বৃহস্পতিবার ডাকযোগে ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে নোটিসটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ও মোহাম্মদ কাওছার।

সম্প্রতি মাদ্রাসাগুলোতে ছাত্রদের ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় এ নোটিস পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওই দুই আইনজীবী।

স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, শিক্ষা সচিব, ধর্ম সচিব, আলিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের উদ্দেশ্যে এ নোটিস পাঠানো হয়।

নোটিস পাওয়ার পাঁচ দিনের মধ্যে পদক্ষেপ নিতে বলা হয়েছে। সেটি না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে।

নোটিসে বলা হয়, দেশে আলিয়া ও কওমি মাদ্রাসাগুলোতে লাখ লাখ ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে। পুরুষ শিক্ষকদের অধীনে চলছে পাঠদান। প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে এসব ছাত্ররা ধর্ষণসহ বিভিন্ন যৌন নির্যাতনের শিকার হচ্ছে তাদের শিক্ষকদের মাধ্যমে। অনেক ছাত্ররা মারাও যাচ্ছে।

নোটিসে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে এসব ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। আবার বাংলাদেশের প্রচলিত আইনে পুরুষের সঙ্গে পুরুষের সম্পর্ককে ধর্ষণ হিসাবে বিবেচনা করা হয় না। ফলে এ ধরনের অপরাধের শাস্তি কম থাকায় মাদ্রাসার শিক্ষকরা সুযোগটি কাজে লাগাচ্ছে।

দণ্ডবিধির ৩৭৫ ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ ধারায় প্রয়োজনীয় পরিবর্তন এনে পুরুষদের মাধ্যমে ছাত্রদের ধর্ষণকে নারীদের ধর্ষণের মতোই অপরাধ হিসেবে গণ্য করার অনুরোধ জানানো হয়েছে নোটিসে। একই সঙ্গে পুরুষদের মাধ্যমে পুরুষের ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

নোটিসে মাদ্রাসাগুলোতে প্রয়োজনীয় নারী শিক্ষক নিয়োগের পাশাপাশি শিশুদেরকে নারী শিক্ষক দিয়ে পাঠদানের ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

মাদ্রাসা প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে নোটিসে। কওমি মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইন প্রণয়ন করার অনুরোধও করা হয়েছে।

এ বিভাগের আরো খবর