রাজবাড়ীর কোর্ট হাজতে বৃহস্পতিবার গলায় ফাঁস নিয়ে এক আসামি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
মৃত আলামিন মন্ডল পাংশার রুপিয়াট গ্রামের আজিজুল মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে পাংশা থানায় অস্ত্র ও মারামারির ঘটনায় তিনটি মামলা রয়েছে। ৩ আগস্ট আলামিনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রাজবাড়ীর কোর্ট ইন্সপেক্টর মাহবুবুর রহমান জানান, দুপুরে যুগ্ম ও দায়রা জজ আদালতে হাজিরা শেষে আলামিনকে হাজতে নেয়া হয়। তার সঙ্গে আরও ১১ বন্দি ছিলেন।
দুইটার দিকে অন্য বন্দিরা বের হলেও আলামিন বের হননি। তখন পুলিশ সদস্যরা ভেতরে গিয়ে দেখতে পান হাজতের পশ্চিমপাশের বাথরুমের পানির অ্যাঙ্গেলের সঙ্গে লুঙ্গি পেচিয়ে আলামিন ঝুলে আছেন।
মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
রাজবাড়ী কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, আলামিনের আচরণ স্বাভাবিক ছিল। কী কারণে আত্মহত্যা করেছেন খতিয়ে দেখা হচ্ছে।
আলামিনের অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে তার পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।