ঢাকা জেলার সরকারি কৌঁসুলি (জিপি), জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফকির দেলওয়ার হোসেন (৮১) মারা গেছেন।
বুধবার বেলা ১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যু হয় তার।
তাকে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে নেয়া হয়।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু জানান, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) লাইফ সাপোর্টে ছিলেন দেলওয়ার হোসেন।
তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার জেলা জজ, মহানগর দায়রা জজ, মুখ্য মহানগর হাকিম, মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতসহ সব নিম্ন আদালতের কাজ স্থগিত রাখা হয়।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেন জানান, বিকেল ৪টায় ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে তার জানাজা হয়। শুক্রবার জুমার নামাজের পর তার জানাজা শেষে দাফন হবে।
দেলওয়ার হোসেন ১৯৪০ সালের ২৪ জানুয়ারি ঢাকা জেলার ধামরাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৫ সালের ১৫ এপ্রিল বার কাউন্সিলের আইনজীবী সনদ পান। একই বছর ৩০ ডিসেম্বর ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন তিনি।
তিনি ঢাকা আইনজীবী সমিতির আজীবন সদস্য ছিলেন। ১৯৮১ সালের ৩ মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন দেলওয়ার হোসেন।
তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।