কুমিল্লায় ডাকাতির মামলায় বুধবার বিকেলে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টায় পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন দেবীদ্বার উপজেলার চুলাশ গ্রামের মোহাম্মদ আলী এবং তার দুই ‘সহযোগী’ নগরের চর্থা এলাকার মো. সহিদ মিয়া ও মাসুম মিয়া। তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এসপি সৈয়দ নুরুল ইসলাম জানান, ২২ অক্টোবর কোতোয়ালি মডেল থানার ঘিলাতলী গ্রামের মনিরুল ইসলামের গরুর খামার থেকে ডাকাত দল ১৬টি গরু লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়। এরপর বুধবার বিকেলে অভিযান চালিয়ে ওই তিন জনকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, মোহাম্মদ আলী ডাকাতির হোতা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি-ডাকাতিসহ ছয়টি মামলা রয়েছে। অন্য দুজন তার সহযোগী। তারা দীর্ঘদিন ধরে চুরি-ডাকাতি করে আনা গরু জবাই করে মাংস বিক্রি করে আসছিলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আজিম উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক প্রমুখ।