বেগমগঞ্জের একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণের ঘটনার হোতা দেলোয়ায় হোসেনকে একটি হত্যা মামলায় তিন দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
এছাড়া ওই নারীকে নির্যাতন মামলার আসামি ইস্রাফিলকে চার দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
নোয়াখালী জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট গুলজার আহমেদ জানান, বুধবার দুই আসামিকে জেলা কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ।
বেগমগঞ্জের শরিফপুরে এ বছর ফেব্রুয়ারিতে হাসান হত্যা মামলায় দেলোয়ারকে পাঁচ দিন রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। আর ওই নারীকে নির্যাতনের ঘটনায় আত্মসমার্পণ করা ইস্রাফলের সাত দিন রিমান্ড আবেদন করা হয়।
শুননি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসফিকুল হক দেলোয়ারের তিন দিন ও ইস্রাফিলের চার দিন রিমান্ড মঞ্জুর করেন।
দেলোয়ারকে গত ৬ অক্টোবর নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। পিবিআই তাকে ১৮ অক্টোবর ধর্ষণ, অস্ত্র ও বিস্ফোরক মামলায় নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে ১৭ দিনের রিমান্ড চায়। শুনানি শেষে বিচারক তিন মামলায় সাত দিন মঞ্জুর করেন। সোমবার তার রিমান্ড শেষ হয়।
৪ অক্টোবর ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। এ নিয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা হলে ঘটনার হোতা দোলোয়ার এলাকা ছেড়ে পালিয়ে যান।
পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করে র্যাব।
নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় তিন মামলায় ১১ আসামি নোয়াখালী জেলা কারাগারে রয়েছেন। এর মধ্যে আট জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।