ভারতে পাচারের সময় সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে দুই কেজি সোনাসহ এক জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেলও।
কাকডাঙ্গা সীমান্ত থেকে বুধবার দুপুরে হাসান আলিকে আটক করেছে বিজিবি।
বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দিন খোন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গায় টহল চৌকি বসায় বিজিবি। এ সময় মোটরসাইকেল চালক হাসানকে থামার সংকেত দেয়া হয়। তাকে তল্লাশি করে ১৮টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন দুই কেজি ১৪৪ গ্রাম। দাম এক কোটি ২৮ লাখ টাকা
উদ্ধার হওয়া সোনার বার। ছবি: নিউজবাংলা
হাসানকে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিজিবির হাবিলদার নূর আলম বাদী হয়ে মামলা করেছেন।
হাসান যশোর জেলার কেশবপুর উপজেলার চাতরা গ্রামের বাসিন্দা।