লক্ষ্মীপুরের রায়পুরে নিজ ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শহরের পোস্ট অফিস সড়কের বাড়ি থেকে বুধবার দুপুরে সুমি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।
সুমির স্বামী মনির হোসেন অভিযোগ করে জানান, ব্র্যাক,প্রশিকাসহ কয়েকটি এনজিও ও স্থানীয় সমিতি থেকে প্রায় দুই লাখ টাকা ঋণ নেন তারা। ঋণের টাকায় বসতঘরসহ নির্মাণের পাশাপাশি রিকশা কেনা হয়।
এই টাকা পরিশোধে চাপ দিতে থাকেন এনজিওকর্মীরা। করোনার সময় আয় কমে আসায় কিস্তি পরিশোধ নিয়ে বিপাকে পড়েন তারা। কিন্তু পাওনাদারদের চাপ বাড়তে থাকে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য তৈরি হয়। অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সুমি আক্তার।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল জানান,গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।