সাভারে এবার ছিনতাইকারীদের কবলে পড়েছেন মোহাম্মদ আমানুল্লাহ নামের এক ইতালি প্রবাসী ও তার স্ত্রী। ছিনতাইকারীরা আমানুল্লাহর পায়ে গুলি করে তাদের টাকার ব্যাগ নিয়ে গেছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানী ঢাকার অদূরে সাভারের আমিনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা বলছেন, আমিনবাজার ইসলামী ব্যাংক শাখা থেকেই পিছু নিয়েছিলেন ছিনতাইকারীরা।
এর আগে গত শনিবার সাভারের সিআরপি এলাকায় একদল ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ওই ঘটনা পাশের এক ভবনের সিসি ক্যামেরায় ধরা পড়ে।
বুধবার ছিনতাইয়ের শিকার আমানুল্লাহ কেরানীগঞ্জ থানার সিরাজনগর বটতলী এলাকার সিদ্দিক আলীর ছেলে।
আমানুল্লাহর স্ত্রী সুমা আক্তার জানান, আমিনবাজার ইসলামী ব্যাংক শাখায় তার স্বামীর সঞ্চয়ী হিসাব রয়েছে। তারা থাকেন কেরানীগঞ্জের বাড়িতে। সেখানে ভবন নির্মাণ কাজ চলছে। এজন্য রড কিনতে ব্যাংক থেকে টাকা তুলতে সকালে আমিনবাজার ইসলামী ব্যাংক শাখায় যান তারা।
টাকা তুলে ট্যাক্সি ক্যাব ভাড়া করে বাড়ি ফিরছিলেন। তাদের গাড়িটি ভাকুর্তা লোহার ব্রিজ পার হতেই পাঁচটি মোটরসাইকেল পথরোধ করে।
পাঁচটি মোটরসাইকেলে ১০ জন ছিনতাইকারী ছিলেন। তারা এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে আমানুল্লাহর বাম পায়ে গুলি লাগে। পরে ছিনতাইকারীরা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় আমানুল্লাহকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
সুমা আক্তার আরও বলেন, ‘ছিনতাইকারীদের আমরা ব্যাংকের ভিতরে বসে থাকতে দেখেছি। এদের মধ্যে কয়েকজন আশপাশে ঘোরাফেরাও করেন। মূলত সেখান থেকেই তারা আমাদের পিছু নেয়।’
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা জানান, বেলা ১২টার দিকে আমানুল্লাহকে গুলিবিদ্ধ অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার বাম পায়ে গুলি লেগেছে। চিকিৎসা ও ব্যবস্থাপত্র দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘ছিনতাইকারীরা ৮-১০ জন ছিল। ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়নি। তারপরও আমরা অপরাধীদের আটকের জন্য অভিযান চালাচ্ছি।’