করোনাভাইরাসের কারণে বেশ কয়েক মাস বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে নিয়মিত বিমান চলাচল শুরু হয়েছে। দুই দেশের মধ্যে এয়ার বাবল চুক্তির অধীনে ইউএস-বাংলা এয়ারলাইন্স বুধবার থেকে ঢাকা-চেন্নাই-ঢাকা, চট্টগ্রাম-চেন্নাই-চট্টগ্রাম ও ঢাকা-কলকাতা-ঢাকা রুটে শিডিউল ফ্লাইট পরিচালনা শুরু করেছে।
বুধবার এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে এক অনুষ্ঠানে ফ্লাইট দুটির কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্যাপ্টেন শিকদার মেজবাহউদ্দিন আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ার বাবল চুক্তির অধীনে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে দুই দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে চেন্নাই, কলকাতা ও চট্টগ্রাম থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে।
সোমবার ছাড়া সপ্তাহের ছয় দিন ঢাকা থেকে সকাল নয়টা ৪৫ মিনিটে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে ফ্লাইট। কলকাতা থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট ছাড়বে স্থানীয় সময় বেলা ১১টায়।
ঢাকা থেকে চেন্নাইয়ের ফ্লাইট ছাড়বে প্রতি সোম, বুধ, শুক্র ও শনিবার সকাল সাড়ে ১০টায়। একই দিন ভারতীয় সময় দুপুর দেড়টায় চেন্নাই থেকে ঢাকার ফ্লাইট ছাড়বে।
এ ছাড়া প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে চেন্নাই ও চেন্নাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
ঢাকা থেকে সকাল নয়টা ও চট্টগ্রাম থেকে সকাল সাড়ে ১০টায় ছাড়বে এ ফ্লাইট। চেন্নাই থেকে চট্টগ্রামের ফ্লাইট ছেড়ে আসবে স্থানীয় সময় বেলা দেড়টায়।
চেন্নাই ও কলকাতা রুটের ফ্লাইটগুলো ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হবে।
চেন্নাই ও কলকাতা ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে মাস্কাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশালে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।
সূত্র: ইউএনবি