করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ফরিদপুরের মধুখালী উপজেলার চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু। তার বয়স হয়েছিল ৫৬ বছর।
বুধবার গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
রোববার নমুনা পরীক্ষা করে ফরিদপুর মেডিক্যাল কলেজের পলিমেরাস চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে তার করোনা শনাক্ত হয়। ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকার পর অবস্থার অবনতি হলে সেদিনই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তার পরিবার জানায়, বাচ্চু বেশ কিছুদিন ধরে ডায়াবেটিস ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। শনিবার জ্বর, সর্দি নিয়ে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ভর্তি হন তিনি।
বাচ্চু মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০১৯ সালের উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
তিনি পৌরসভার গোন্ধারদিয়া এলাকার বাসিন্দা। তার দুই ছেলে ও দুই মেয়ে আছে।
মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক জানান, মির্জা মনিরুজ্জামানের জানাজা বুধবার বিকেলে মধুখালী রেলগেট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সম্পন্ন হবে। জানাজার পর স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।