নরসিংদীতে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রায় আড়াই হাজার স্থাপনা গুঁড়িয়ে দেয়ার পরিকল্পনা নিয়ে শুরু হয়েছে এই অভিযান।
বুধবার সকাল ১০টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকায় শুরু হয় অভিযান। প্রথম দিন বিকাল পর্যন্ত চলবে উচ্ছেদ। তবে সবগুলো উচ্ছেদ করা পর্যন্ত অভিযান চলবে।
রেলওয়ের বিভাগীয় এস্টেট কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন।
বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক কে এম সালাহ উদ্দিন নিউজবাংলাকে জানান, নরসিংদী এলাকায় দীর্ঘদিন ধরে রেলের জমি অবৈধভাবে দখল করে বাসাবাড়ি ও দোকানসহ নানা ধরনের স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালীরা। এমনকি তারা পাকা স্থাপনাও তৈরি করে ফেলেছে।
অভিযান শুরুর আগে রেল স্টেশন থেকে শুরু করে সাবেক রেলসড়কের বাসাইল শাপলা চত্বর পর্যন্ত দুই হাজার ছোট বড় অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এসব স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হচ্ছে।
তিনি বলেন, প্রথম দিন ১২ শ অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।