বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খুঁটির সঙ্গে বাইকের ধাক্কা, প্রাণ গেল তিন বন্ধুর

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৮ অক্টোবর, ২০২০ ১০:৪২

ওই তিন যুবক সৈয়দপুর থেকে একটি মোটরসাইকেলে করে তিস্তা ব্যারেজ দেখার জন্য যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক পোলের সাথে ধাক্কা লেগে পড়ে যায়।

নীলফামারীর ডিমলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা লেগে তিন আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ডিমলা উপজেলার জলঢাকা-ডালিয়া সড়কের ঝুনাগাছ চাপানীর সোনাখুলি স্লুইস গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

নিহত তিন জন হলেন জেলার সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া এলাকার রিংকু চন্দ্র (২১), দীপ্ত চন্দ্র রায় (২২) ও দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার প্রসেনজিৎ রায় (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই তিন যুবক সৈয়দপুর থেকে একটি মোটরসাইকেলে করে তিস্তা ব্যারেজ দেখার জন্য যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জলঢাকা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় তাদের। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবু তৈয়ব জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

এ বিভাগের আরো খবর