নিখোঁজ হওয়ার তিনদিন পর ধান ক্ষেত থেকে মিশুক চালক আবিদ উল্লাহ সেজুর (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মোবাইল ফোনের অবস্থানের সূত্র ধরে মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আবিদ উল্লাহ সেজু নবীগঞ্জ উপজেলার গোজাখাইর গ্রামের সাহিদ উল্লাহর ছেলে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, সেজু ২৪ অক্টোবর দুপুরে বাড়ি থেকে বের হয়ে রাতেও ফেরেননি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরদিন পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়রি করেন।
এরপর সেজুর মোবাইল ফোনের অবস্থানের সূত্র ধরে বিভিন্ন স্থানে তার সন্ধান করে পুলিশ। মঙ্গলবার দুপুরে পূর্ব তিমিরপুর এলাকায় একটি ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আজিজুল ইসলাম জানান, তাকে খুন করে মরদেহ ধান ক্ষেতে ফেলে দেওয়া হয়।