বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশে নিজ নাগরিকদের সতর্ক করল ফ্রান্স

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৭ অক্টোবর, ২০২০ ২১:০৬

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিরাপত্তা পরামর্শে বাংলাদেশ ছাড়াও আরো যে তিনটি দেশের ক্ষেত্রে এ সতর্কতা জারি করা হয়েছে।

হযরত মুহম্মদ (সা.) এর কার্টুনকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ফরাসি নাগরিকদের সতর্ক করেছে ফ্রান্স। বাংলাদেশ ভ্রমণকারী বা বাংলাদেশে বসবাসরত নাগরিকদের বাড়তি নিরাপত্তা গ্রহণের আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিরাপত্তা পরামর্শে বাংলাদেশ ছাড়াও আরো যে তিনটি দেশের ক্ষেত্রে এ সতর্কতা জারি করা হয়েছে, সেগুলো হলো ইন্দোনেশিয়া, ইরাক ও মৌরিতানিয়া।

মঙ্গলবারের ওই নিরাপত্তা পরামর্শে কার্টুন নিয়ে প্রতিবাদ হচ্ছে এমন জায়গা ও জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে।

দুপুরে ঢাকায় একটি ইসলামপন্থী দল ফ্রান্সবিরোধী বিশাল বিক্ষোভ মিছিল বের করে। ইসলামী আন্দোলন নামে ওই দলটির নেতা-কর্মীরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে ফরাসি দূতাবাস ঘেরাও করতে গিয়েছিল। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ফ্রান্সের বিরুদ্ধে নানা বক্তব্য দিয়ে বলেন, প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে কঠিন মূল্য দিতে হবে। 

ফ্রান্স সরকারের জারি করা পরামর্শপত্রে লেখা হয়েছে, ‘পর্যটক ও প্রবাসী কমিউনিটির সমাগম হয় এমন জায়গা ভ্রমণের সময় সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করতে বলা হলো।’

তুরস্কে অবস্থিত ফরাসি দূতাবাসও সেখানে অবস্থানরত নাগরিকদের উদ্দেশে একই ধরনের পরামর্শ জারি করেছে।

ঢাকায় একটি ইসলামী দলের ফ্রান্সবিরোধী বিক্ষোভ। মিছিলকারীরা ফরাসি দূতাবাসে যেতে চাইলেও আটকে দেয় পুলিশ

 

সোমবার টেলিভিশনে দেয়া এক বক্তব্যে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান জানিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

গত ১৬ অক্টোবর নবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে আঁকা কার্টুন শিক্ষার্থীদের দেখানোয় প্যারিসের স্কুলশিক্ষক স্যামুয়েল প্যাটিকে হত্যা করেন আবদুলাখ আনজোরভ নামের এক চেচেন বংশোদ্ভূত যুবক।

গত বুধবার স্যামুয়েলের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেন, ‘স্যামুয়েলকে হত্যা করা হয়েছে, কারণ ইসলামপন্থিরা আমাদের ভবিষ্যৎ ছিনিয়ে নিতে চায়।’

মাখোঁর ওই বক্তব্যের পরই ‘ইসলাম বিদ্বেষ’ এর অভিযোগ তুলে ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দেয় মধ্যপ্রাচ্যের দেশগুলো।

এ বিভাগের আরো খবর