বরিশালের হিজলায় মা ইলিশ রক্ষা অভিযানে পুলিশের ওপর আবারও হামলার অভিযোগ উঠেছে।
হিজলা উপজেলার বদরপুরে মেঘনা নদীতে মঙ্গলবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
আবুপুর-হরিনাথপুর ভাসমান নৌ পুলিশ ইউনিট-১ এর এসআই মোস্তাফিজুর রহমান জানান, হিজলার বদরপুরের কাছে মেঘনায় মা ইলিশ রক্ষায় অভিযানে যায় পুলিশ। এ সময় সাত-আটটি নৌকা থেকে হঠাৎ পুলিশের ওপর হামলা চালান অর্ধশতাধিক জেলে। পুলিশ এ সময় চার রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মা ইলিশ রক্ষায় ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও মজুদে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
এর আগে ১৫ অক্টোবর বরিশালের একই স্থানে পুলিশের ওপর হামলার অভিযোগ ওঠে। পুলিশ জানায়, ওই ঘটনায় আহত হন দুই পুলিশ সদস্য। মামলা করা হয় অজ্ঞাতপরিচয়দের আসামি করে।
পুলিশ জানায়, সম্প্রতি নৌ পুলিশের হামলার ঘটনা ঘটে চাঁদপুরেও। ২৫ অক্টোবর সদর উপজেলার রাজরাজেশ্বর এলাকায় জেলেদের হামলায় আহত হন সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিনসহ ১৩ জন।