র্যাব-২ এর সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, সোহেল দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি করে আসছিল। মাদক কেনাবেচার সঙ্গেও সে জড়িত ছিল।
রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান থেকে তরিকুল ইসলাম ওরফে সোহেল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
র্যাব-২ জানিয়েছে, সোমবার রাত ১১টার দিকে চাঁদ উদ্যানের সাতমসজিদ হাউজিংয়ের পাঁচ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। তার কাছে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলিসহ ম্যাগাজিন, ৭২০ পিস ইয়াবা ও নগদ ৫৯ হাজার টাকা পাওয়া গেছে।
জব্দ করা টাকা, ইয়াবা, পিস্তল, গুলি ও ম্যাগাজিন। ছবি: নিউজবাংলা
মঙ্গলবার দুপুরে র্যাব-২ এর সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, সোহেল দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি করে আসছিলেন। মাদক কেনাবেচার সঙ্গেও জড়িত ছিলেন তিনি।