বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইরফানের ঘটনায় ‘প্রভাবমুক্ত হয়ে’ কাজ করবে পুলিশ

  •    
  • ২৭ অক্টোবর, ২০২০ ১৪:১৬

ডিএমপি কমিশনার বলেন, ‘এখানে প্রভাব থাকার কোনো প্রশ্নই নেই। আমরা দ্রুততম সময়ে এই মামলার তদন্ত ও অভিযোগপত্র জমা দেব। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত কাজ পরিচালনা করছেন। এখানে কেউ প্রভাব রাখতে পারবেন না।’

পুলিশ প্রভাবমুক্ত থেকে সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইফরান সেলিমের মামলার তদন্ত করবে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।

মঙ্গলবার তেজগাঁও থানা কমপ্লেক্সে ভিকটিম রেসপন্স ও হটলাইন নম্বর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘এখানে প্রভাব থাকার কোনো প্রশ্নই নেই। আমরা দ্রুততম সময়ে এই মামলার তদন্ত ও অভিযোগপত্র জমা দেব। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত কাজ পরিচালনা করছেন। এখানে কেউ প্রভাব রাখতে পারবেন না।’

তিনি আরও বলেন, সাধারণত গুরুত্বপূর্ণ মামলায় একজন ডিসি ঘটনাস্থল পরিদর্শন করেন। সাক্ষীদের সঙ্গেও তিনি কথা বলেন। এই মামলার ক্ষেত্রেও তাই হয়েছে। তাই এখানে কারও প্রভাব থাকবে না।

রোববার রাতে ঢাকার কলাবাগান এলাকায় নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলার পর সোমবার দিনভর হাজী সেলিমের বাসায় অভিযান চালানো হয়।

অভিযানে ইরফানের ঘরে ৩৮ থেকে ৪০টি অবৈধ ওয়াকিটকি, বিশেষ বাহিনীর ব্যবহার করা অত্যাধুনিক ব্রিফকেস, অস্ত্র ও মদ পাওয়া যায়।

পাশের একটি বাড়িতেও ধারালো অস্ত্র, হকিস্টিক ও রশি পাওয়া যায়। এটি ইরফানের ‘টর্চার সেল’ বলে দাবি করেছে র‌্যাব।

অভিযান চলাকালে ওয়াকিটকি ও মদ রাখার ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হাজী সেলিমপুত্রকে ছয় মাস করে এক বছরের সাজা দেয়া হয়। অবৈধ অস্ত্র রাখার দায়ে আলাদা মামলার কথা জানিয়েছে র‌্যাব।

এ বিভাগের আরো খবর