অটোরিকশাকে ট্রাকের ধাক্কা। দুই যাত্রী ছিটকে পড়লেন রাস্তায়। গাড়ি থামাতে পারেননি ট্রাক চালক। চাকায় পিষ্ট হন দুই জন। প্রাণ হারান ঘটনাস্থলেই।
নিহত দুই জন হলেন নেত্রকোণা সদর উপজেলার শতশ্রী মহিলা মাদ্রাসার অধ্যক্ষ জসিম উদ্দিন ও বাংলা গ্রামের কমল মিয়া।
মঙ্গলবার সকালে নেত্রকোণার বাংলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশা চালকসহ আরও পাঁচ জন আহত হয়েছেন। তাদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নেত্রকোণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, সকাল সাড়ে আটটার দিকে বাংলা বাজার থেকে যাত্রী বোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিকশা নেত্রকোণা শহরের দিকে আসতে থাকে। বিপরীত দিকে থেকে আসা সৈয়দ ট্রেডার্সের সিমেন্টবোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
রিকশার যাত্রী মাওলানা জসিম ও কমল মিয়া ছিটকে রাস্তায় পড়ে যান। চালক ট্রাক থামানোর চেষ্টা করেন। কিন্তু চাকার নিচে চাপা পড়েন দুই জন।
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটিও। গাড়িটি সেভাবেই রেখে পালিয়ে যান চালক।
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে পরা ট্রাক। ছবি: নিউজবাংলা
দুর্ঘটনার পর ছুটে আসে স্থানীয়রা। খবর দেয় পুলিশে। তারা আহতদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
ওসি জানান, এই ঘটনায় মামলার আসামি করা হচ্ছে ট্রাক চালককে। তার নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। চেষ্টা চলছে আটকের।