১০ ঘণ্টা পর ঝিনাইদহের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় একটি ট্রেনের চালককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
রেলের পশ্চিমাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সকাল ছয়টার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। প্রায় সাড়ে ছয় ঘণ্টার উদ্ধারকাজ শেষে প্রধান লাইন মেরামত ও লাইনচ্যুত হওয়া ইঞ্জিন ও ট্যাংকার উদ্ধার করা হয়েছে। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী কেপি ২১ আর ট্রেনের চালক আনিছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি।
মঙ্গলবার রাত পৌনে দুইটার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদালপুর স্টেশনে দুইটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। একটি ট্রেনের ইঞ্জিন ও আরেকটির তিনটি ট্যাংকার লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।