বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘বিয়েবাড়িতে ব্যান্ড বাজানো নিয়ে’ পিটিয়ে হত্যা

  • আনিস কবির, লক্ষ্মীপুর   
  • ২৭ অক্টোবর, ২০২০ ১৩:২৩

সোমবার রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে সোহেলের ওপর হামলা চালায় একদল যুবকরা। ওই সময় লাঠির এলোপাতাড়ি আঘাতে গুরুতর আহত হন সোহেল। ঢাকায় নেয়ার পথে ভোররাতের দিকে তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে ব্যান্ড বাজানো নিয়ে বাকবিতণ্ডার জেরে মো. সোহেল (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাতে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের মোহন ডা. বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

সোহেলের পরিবারের দাবি, স্থানীয় কয়েকজন যুবক এ হামলা চালিয়েছে।

পুলিশের ভাষ্য, রোববার রাতে বাড়ির পাশে বিয়েতে ব্যান্ড বাজানোর প্রতিবাদ করেন সোহেল। এ নিয়ে সোহেলের সঙ্গে একই এলাকার সুমন, দিদার ও জুয়েলের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়।

এ ঘটনার জের ধরে সোমবার রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে সোহেলের ওপর হামলা চালায় ওই যুবকরা। ওই সময় লাঠির এলোপাতাড়ি আঘাতে গুরুতর আহত হন সোহেল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়।

হাসপাতালে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাতেই ঢাকায় পাঠানোর কথা বলে। পরে ঢাকায় নেয়ার পথে ভোররাতের দিকে তার মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে সোহেলের লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মিয়া জানান, যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর