বরগুনার পাথরঘাটা উপজেলায় স্বামীকে অচেতন করে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রতিবেশী তিন জেলে এ ঘটনা ঘটায় বলে অভিযোগ ওই নারীর। তার স্বামীকে সোমবার বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনার পর সোমবার পাথরঘাটা থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেছেন ওই নারী।
ধর্ষণের শিকার নারী জানান, তার স্বামী পেশায় জেলে। রোববার রাত ৯টার দিকে সহযোগী জেলেরা নৌকায় বসে তাকে চেতনানাশক মেশানো কোমল পানীয় পান করায়। পরে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় বাড়িতে পৌঁছে দেয়।
এরপর রাত ১০টার দিকে প্রতিবেশী সুজন, কামাল ও মজনু নামের তিনজন তাদের ঘরে প্রবেশ করে। ওই সময় সুজন অচেতন স্বামীর সামনেই নারীকে ধর্ষণ করেন। পরে কামালও তাকে ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে তিন জন পালিয়ে যায়।
ঘটনার পর সোমবার দুপুরে চাচার সঙ্গে পাথরঘাটা থানায় মামলা করতে যান ওই নারী। তবে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন তিনি। এখন আদালতে মামলার চেষ্টা করছেন তিনি।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন বলেন, ‘ওই গৃহবধূ ধর্ষণের অভিযোগ করেননি। তিনি মৌখিকভাবে যৌন হয়রানির অভিযোগ করেছেন।
‘আমি তাকে ফোন নম্বর দিয়েছি, যাতে পরবর্তীতে কেউ হয়রানি করলে পুলিশ সহায়তা দিতে পারে।’