ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদালপুর স্টেশনে দুইটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ।
মঙ্গলবার রাত পৌনে দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে একটি ট্রেনের ইঞ্জিন ও আরেকটির তিনটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে।
স্টেশন মাস্টার গোলাম মোস্তফা বলেন, ‘পার্বতীপুর থেকে তেলবাহী ও যশোর নোয়াপাড়া থেকে মালবাহী ট্রেন দুইটি সিগন্যাল না মেনে একই লাইনে ঢুকে পড়ে। এতে ট্রেন দুইটির মুখোমুখি সংঘর্ষ হয়। চালকের অসর্তকতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।’
তিনি আরও বলেন, বগি লাইন থেকে পড়ে যাওয়ায় বিপুল পরিমাণ ডিজেল তেল আশপাশে ছড়িয়ে পড়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। এ ছাড়া রাতে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাথমিক উদ্ধার কাজে অংশ নেন।
স্টেশন মাস্টার আরও জানান, ট্রেন দুটি সরানো পর্যন্ত খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকবে।