বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার।
গত ১৪ অক্টোবর যুক্তিতর্ক শেষে অপ্রাপ্তবয়স্ক (কিশোর) আসামিদের রায়ের জন্য এ দিন ঠিক করেন শিশু আদালতের বিচারক হাফিজুর রহমান।
গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করা হয় রিফাত শরীফকে। পরে হাসপাতালে মৃত্যু হয় তার।
এ ঘটনায় গত বছরের ১ সেপ্টেম্বর প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক ২৪ জনের নামে আদালতে দুটি অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা হুমায়ূন কবির। এতে প্রাপ্তবয়স্ক ১০ ও অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে অভিযুক্ত করা হয়।
অপ্রাপ্তবয়স্ক ছয় জনকে যশোর কিশোর সংশোধন কেন্দ্রে রাখা হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে বরগুনা শিশু আদালতের বিচারক হাফিজুর রহমানের আদালতে অপ্রাপ্তবয়স্ক ১৪ জনের বিচার কার্যক্রম শুরু হয়।
এ মামলায় বরগুনার জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান গত ৩০ সেপ্টেম্বর রিফাতের স্ত্রী মিন্নিসহ প্রাপ্তবয়স্ক ছয় আসামিকে মৃত্যুদণ্ড ও চার জনকে খালাস দেন।