নোয়াখালীর হাতিয়ায় লঞ্চের ছাদ থেকে মেঘনায় পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে।
তমরদ্দি লঞ্চ ঘাট এলাকায় সোমবার সকালে নিখোঁজ হয় দশ বছরের হৃদয়। শিশুটি তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার আগে এমভি তাফসির ও এমভি ফারহান-৩ নামে দুটি লঞ্চ তমরদ্দি ঘাটে অবস্থান করছিল। এ সময় একদল শিশু খেলছিল লঞ্চের ছাদে। এ সময় এমভি ফারহানের ছাদ থেকে নয় বছরের হৃদয় নদীতে পড়ে ডুবে যায়।
ঘাটের শ্রমিকরা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার অভিযানে নামেন। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
ইউএনও জানান, শিশুটিকে উদ্ধারে অভিযান চলছে।