রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানসহ কয়েকজন কর্মকর্তার অপসারণ দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রদল। তবে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় তাদের সমাবেশ।সমাবেশস্থল থেকে মতিহার থানা (উত্তর) ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম পাখিকে আটক করেছে পুলিশ।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, পুলিশের গাড়ি দেখে পালানোর সময় পাখিকে আটক করা হয়। তার আচরণ সন্দেহজনক মনে হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার জোনের সহকারী কমিশনার হাফিজুর রহমান জানান, পাখির বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। কোনো মামলা না থাকলে ছেড়ে দেয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে উপাচার্যসহ প্রশাসনের কয়েকজন কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন রাবি ছাত্রদল নেতাকর্মীরা। বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে কাজলা এলাকায় মিছিল শেষ হয়। সেখানে সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়।ওই সময় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। সমাবেশস্থল থেকে ছাত্রদল নেতা পাখিকে আটক করা হয়।
রাবি উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শেষে ২১ অক্টোবর সুপারিশসহ প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনে জমা দিয়েছে ইউজিসির তদন্ত কমিটি।