নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধরের মামলায় সাংসদ হাজী মোহাম্মদ সেলিমের গাড়ির চালক মিজানুর রহমানকে এক দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে তিনটার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আবু সুফিয়ান মো. নোমান রিমান্ডের আদেশ দেন।
এর আগে আদালতে মিজানকে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
মিজানের আইনজীবী আবু হাসিব টিপু এ তথ্য জানিয়েছেন।
এর আগে রোববার সন্ধ্যায় ধানমন্ডির কলাবাগান সিগন্যাল সংলগ্ন রাস্তায় হাজী সেলিমের গাড়ির আরোহীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন লেফটেন্যান্ট ওয়াসিফ। এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সোমবার সকালে ওয়াসিফ বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া নিউজবাংলাকে জানিয়েছিলেন, বেআইনিভাবে পথরোধ করে সরকারি কর্মকর্তাকে মারধর ও হুমকির অভিযোগে মামলা হয়েছে।
আসামিরা হলেন ঢাকা-৭ আসনের সাংসদ হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম, তার সহযোগী এবি সিদ্দিক দিপু, জাহিদ ও মিজানুর রহমান। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই-তিন জনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) আশফাক রাজীব হাসান সোমবার সকালে জানিয়েছিলেন, গাড়িটির চালক মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।