সদর উপজেলার চরকৃষ্ণনগর ইউনিয়নের বড় মাধবপুর আচাগাইবের বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফরিদপুর সদর উপজেলার বড় মাধবপুরের বিল থেকে একটি গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে কোতোয়ালি থানা-পুলিশ।
থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, এলাকাবাসীর মাধ্যমে খরব পেয়ে সদর উপজেলার চরকৃষ্ণনগর ইউনিয়নের বড় মাধবপুর আচাগাইবের বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
লাশটি ওই গ্রামের মোতালেব মোল্যা মুনার (৮২) বলে ধারণা করা হচ্ছে।
নিহত মোতাবেল মোল্যার ছেলে মো. মনসুর মোল্যা বলেন, ‘পরনের কাপড় ও কোমরের সুতা দেখে বাবার লাশ শনাক্ত করি। দুই মাস আগে বাবা নিখোঁজ হন। সে সময় কোতোয়ালি থানায় একটি জিডিও করি।’