বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুড়িয়ে পাওয়া শিশুর দায়িত্ব নিলেন নিঃসন্তান দম্পতি

  • মাহফুজ নান্টু, কুমিল্লা   
  • ২৬ অক্টোবর, ২০২০ ১৫:৫৪

গত ১৬ অক্টোবর শিশুটিকে উদ্ধার করা হয়। কিন্তু তখন শিশুটির কোনো স্বজনের খোঁজ না পাওয়ায় তাকে কোলে তুলে নেন আবদুল কাইয়ুম ও শিল্পী আক্তার দম্পতি। তাঁরা ফুটফুটে ওই শিশুর নাম রাখেন আবদুল্লাহ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার দেবিদ্বার উপজেলার শুভপুরে শিশুর কান্নার আওয়াজ পেয়ে এগিয়ে এসেছিলেন স্থানীয় লোকজন। সেখানে পড়ে থাকা বাজারের ব্যাগ খুলে পাওয়া যায় আনুমানিক ৪০ দিনের এক শিশুকে। উদ্ধারের পর শিশুটির পরিবারের খোঁজ না পাওয়ায় তাকে কোলে তুলে নেন এক নিঃসন্তান দম্পতি। সেই দম্পতিই এখন আনুষ্ঠানিকভাবে শিশুটির লালন পালনের দায়িত্ব পেলেন।

রোববার সকালে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু তাহেরের কাছ থেকে শিশুটিকে আনুষ্ঠানিকভাবে বুঝে নেন উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের খয়রাবাদ গ্রামের আবদুল কাইয়ুম ও শিল্পী আক্তার দম্পতি।

স্থানীয় ব্যক্তিরা জানান, গত ১৬ অক্টোবর শিশুটিকে উদ্ধার করা হয়। কিন্তু তখন শিশুটির কোনো স্বজনের খোঁজ না পাওয়ায় তাকে কোলে তুলে নেন আবদুল কাইয়ুম ও শিল্পী আক্তার দম্পতি। তারা ফুটফুটে ওই শিশুর নাম রাখেন আবদুল্লাহ। গত ৯ দিন ধরে তারাই শিশুটিকে লালন পালন করছেন। 

শিল্পী আক্তার বলেন, ‘আবদুল্লাহকে পেয়ে আমরা খুব খুশি হয়েছি। এ আনন্দের অনুভূতি বলে বোঝানো যাবে না। বিয়ের পর সন্তানের জন্য ব্যাকুল ছিলাম। আল্লাহ আমাদের সন্তান দেননি। আজ শিশুকে আনুষ্ঠানিকভাবে পেয়ে ভালো লাগছে।’

ইউএনও রাকিব হাসান বলেন, কোনো অভিভাবক না পাওয়ায় কাইয়ুম ও শিল্পী দম্পতিকে শিশুটির আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর