বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নৌ কর্মকর্তাকে ‘মারধর’: হাজী সেলিমের ছেলের বিরুদ্ধে মামলা

  •    
  • ২৬ অক্টোবর, ২০২০ ১০:৪১

সোমবার সকালে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী মিয়া নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে ‘মারধরের’ ঘটনায় সাংসদ হাজী সেলিমের ছেলেসহ চার জনের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় মামলা হয়েছে।

সোমবার সকালে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী মিয়া নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বেআইনিভাবে পথরোধ করে সরকারি কর্মকর্তাকে মারধর ও হুমকির অভিযোগে মামলা হয়েছে। নৌ কর্মকর্তা ওয়াসিফ বাদী হয়ে এ মামলা করেন। 

আসামিরা হলেন ঢাকা-৭ আসনের সাংসদ হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম, তার সহযোগী এবি সিদ্দিক দিপু, জাহিদ ও মিজানুর রহমান। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই-তিন জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) আশফাক রাজীব হাসান জানান, গাড়িটির চালক মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) কামরুন্নাহার জানান, হাজী সেলিমের গাড়িটি ধানমন্ডি থানায় জব্দ করে রাখা হয়েছে।

এর আগে রোববার সন্ধ্যায় ধানমন্ডির কলাবাগান সিগন্যাল সংলগ্ন এলাকায় হাজী সেলিমের গাড়ি থেকে নেমে মারধর করা হয় বলে অভিযোগ করেন লেফটেন্যান্ট ওয়াসিফ।

এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ জানায়, ঘটনার সময় হাজী সেলিমের গাড়িতে তার ছেলে ও নিরাপত্তারক্ষী ছিলেন।

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভিডিও শেয়ারিং ওয়েবসাইটগুলোতে ছড়িয়ে পড়ে। এতে নৌ কর্মকর্তা ওয়াসিফকে বলতে শোনা যায়, ‌‘আমি বই কিনে আসছি। বই, পড়ার বই। আই ওয়াজ অন দ্য ওয়ে। এই গাড়িটা আমাকে হিট করছে। হিট করার পর আমি ব্রেক করছি।

‘আমি পরিচয় দিছি। আমি লেফটেন্যান্ট ওয়াসিফ। এতগুলা লোকের সামনে আমাকে মারল। আমার গায়ে হাত তুলল। আমার ওয়াইফের গায়ে হাত তুলছে। মারছে তো মারছেই, থ্যাংক গড। আমার মধ্যে মিনিমাম একটু...ছিল, আই কুড সারভাইভ।’

একপর্যায়ে লোকজন জড়ো হলে হাজী সেলিমের গাড়ির আরোহীরা সরে যান। পরে পুলিশ এসে গাড়িটি থানায় নিয়ে যায়।

এ বিভাগের আরো খবর