বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘মুক্তিযুদ্ধের পক্ষাবলম্বন সাংবিধানিক দায়িত্ব’

  •    
  • ২৬ অক্টোবর, ২০২০ ০৯:৪৮

ওবায়দুল বলেন, ‌‌‘সংবিধান সংরক্ষণে আমাদের শপথ নিতে হয়। শপথটা রক্ষা করতে হলে অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষ অবলম্বন করতে হবে।’

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষাবলম্বন নিরপেক্ষতা ক্ষুণ্ন করে না। এটি তার সাংবিধানিক দায়িত্ব।

রোববার সন্ধ্যায় নেত্রকোণা জেলা পরিষদের দেয়া সংবর্ধনায় এসব কথা বলেন আপিল বিভাগে নবনিযুক্ত এ বিচারক।

ওবায়দুল বলেন, ‌‌‘সংবিধান সংরক্ষণে আমাদের শপথ নিতে হয়। শপথটা রক্ষা করতে হলে অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষ অবলম্বন করতে হবে।

‌‘মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, স্বাধীনতার প্রশ্নে কোনো আপস নয়। এটা যদি কোনো পক্ষ হয়, তাহলে আমি এই পক্ষে। তবে বিচারের প্রশ্নে পক্ষ-বিপক্ষ নেই। মামলার মেরিট অনুযায়ী বিচার হবে।’

উন্নয়ন নিয়ে ওবায়দুল বলেন, ‌সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করলে উন্নয়ন হবে। এ ক্ষেত্রে কে, কী মতের তা না দেখে, সহনশীলতার মাধ্যমে একে অপরের সঙ্গে মিলে কাজ করতে হবে।

তিনি বলেন, উন্নয়ন করতে গেলে গণতন্ত্র লাগবে। আর গণতন্ত্রের পূর্বশর্তই হচ্ছে আইনের শাসনব্যবস্থা। আইনের শাসন যদি না থাকে, তাহলে দেশে গণতন্ত্র থাকবে না।

জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও বিভিন্ন উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা।

এর আগে দুপুর ও বিকেলে জেলা আইনজীবী সমিতি ও নেত্রকোণা পৌরসভার পক্ষ থেকে ওবায়দুল হাসানকে সংবর্ধনা দেয়া হয়।

এ বিভাগের আরো খবর