রাজধানীতে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের গাড়ি থেকে নেমে এক নৌ কর্মকর্তাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
রোববার সন্ধ্যায় ধানমন্ডির কলাবাগান সিগন্যাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নৌবাহিনীর ওই কর্মকর্তার নাম লেফটেন্যান্ট ওয়াসিম। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। গাড়িটি জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গাড়িটি হাজী সেলিমের। তবে ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না; তার ছেলে ও নিরাপত্তারক্ষী ছিলেন।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভিডিও শেয়ারিং ওয়েবসাইটগুলোতে ছড়িয়ে পড়েছে। এতে নৌ কর্মকর্তা ওয়াসিমকে বলতে শোনা যায়, ‘আমি বই কিনে আসছি। বই, পড়ার বই। আই ওয়াজ অন দ্য ওয়ে। এই গাড়িটা আমাকে হিট করছে। হিট করার পর আমি ব্রেক করছি।
‘আমি পরিচয় দিছি। আমি লেফটেন্যান্ট ওয়াসিফ। এতগুলা লোকের সামনে আমাকে মারল। আমার গায়ে হাত তুলল। আমার ওয়াইফের গায়ে হাত তুলছে। মারছে তো মারছেই, থ্যাংক গড। আমার মধ্যে মিনিমাম একটু...ছিল, আই কুড সারভাইভ।’
একপর্যায়ে লোকজন জড়ো হলে হাজী সেলিমের গাড়ির আরোহীরা সরে যান। পরে পুলিশ এসে গাড়িটি থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী মিয়া নিউজবাংলাকে বলেন, দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। ভুক্তভোগী কোনো মামলা করতে চাননি। তিনি জিডি করেছেন।