দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮০৩ জনে।
রোববার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১১১টি ল্যাবে ১১ হাজার ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ২২ লাখ ৫৭ হাজার ৫৮৯টি নমুনা।
নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৭৮ শতাংশ। শনাক্তের মোট হার ১৭ দশমিক ৬৭ শতাংশ। শনিবারের তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়েছে। শনিবার শনাক্তের হার ছিল ৯ দশমিক ৯৫ শতাংশ।
গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮ দশমিক ৮৮ শতাংশ থাকলেও গত ২৪ ঘণ্টায় বেড়ে দাড়িয়েছে ৭৯ দশমিক ১ শতাংশে। শনাক্তের সঙ্গে বেড়েছে মৃত্যুর হারও। আগের দিন মৃত্যুহার এক দশমিক ৪৫ শতাংশ। পরের ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে এক দশমিক ৪৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৪৪ জন। এর মধ্য দিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে তিন লাখ ১৫ হাজার ১০৭ জন।
এতে উল্লেখ করা হয়, এক দিনে নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৩০৮ জন। এ নিয়ে শনাক্ত হলেন তিন লাখ ৯৮ হাজার ৮১৫ জন।
করোনায় মৃতদের মধ্যে চার হাজার ৪৭১ জন পুরুষ (৭৭ দশমিক ০৫ শতাংশ) ও এক হাজার ৩৩২ জন নারী (২২ দশমিক ৯৫ শতাংশ)।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৩ জনের মধ্যে ৩০ বছরের ওপরে একজন, ৪০ বছরের ওপরে তিন জন, পঞ্চাশোর্ধ্ব তিন জন ও ষাটোর্ধ্ব ১৬ জন। ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে একজন, খুলনায় একজন, রাজশাহীতে একজন ও রংপরে একজনের মৃত্যু হয়েছে। এরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বে শনাক্তের সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ১৮তম। আর মৃত্যুর দিক থেকে ৩১তম।