যশোরের সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নে গোলাম মোস্তাফা নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রো্ববার সকাল ১০টায় ভৈরব নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গোলাম মোস্তাফা (৫০) চুড়ামনকাঠি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের পাচু মন্ডলের ছেলে।
গোলাম মোস্তাফার ছেলে হাবিবুর রহমান জানান, ‘শনিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার বাবা বাড়ি ফেরেননি। ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় তার কাছে ৫০ হাজার টাকা ছিল। রাতে বাড়ি না ফেরায় আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। কিন্তু পাইনি। আজ সকালে নদীতে লাশ পাওয়া গেল।’
তিনি আরও বলেন, কি কারণে কে বা কারা বাবাকে হত্যা করল জানি না। তবে অনেকে বলছেন, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে বাবাকে হত্যা করা হয়ে থাকতে পারে।’
সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, সকালে গোলাম মোস্তফার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।