১৯ তলা ভবনটির ১৮ তলায় সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। কেউ হতাহতও হয়নি।
রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) রাসেল শিকদার নিউজবাংলাকে জানান, ১৯ তলা ভবনটির ১৮ তলায় সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। কেউ হতাহতও হয়নি।
তিনি বলেন, সকাল সাতটার কিছু আগে তারা আগুন লাগার খবর পান। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ভবনটিতে ব্যাংক, বেসরকারি টেলিভিশন, দৈনিক পত্রিকাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অফিস আছে। তবে সকালের ওই সময় অধিকাংশ অফিস ছিল বন্ধ।