দ্বিতীয় দিনের চেষ্টায় পদ্মা সেতুতে বসানো হলো ৩৪তম স্প্যান। এর ফলে দৃশ্যমান হয়েছে পাঁচ হাজার ১০০ মিটার সেতু।
রোববার সকালে স্প্যানটি বসানো হয়েছে। ৩৩তম স্প্যান বসানোর মাত্র ছয় দিনের মাথায় বসানো হলো পরেরটি।
পদ্মা সেতুর ইতিহাসে স্বল্পতম সময়ের ব্যবধানে বসানো স্প্যান এটি।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের জানান, নির্ধারিত সময়ের এক দিন আগেই শনিবার স্প্যান বসানোর চেষ্টা করা হয়। কিন্তু বৈরী আবহাওয়ায় কাজ শুরুতে কিছুটা দেরি হয়। স্প্যানটি নির্দিষ্ট দুটি খুঁটির কাছে নেয়ার পর আলোক স্বল্পতায় বসানোর কার্যক্রম স্থগিত হয়।
তিনি আরও বলেন, ‘আজ (রোববার) সকাল সাড়ে আটটায় আবার স্প্যান বসানোর কার্যক্রম শুরু হয়। সকাল ১০টা পাঁচ মিনিটে স্প্যান ‘টু-এ’ মাওয়া প্রান্তে ৭ ও ৮ নম্বর খুঁটির ওপর বসানো হয়। আর বাকি থাকল মাত্র সাতটি স্প্যান।’
চলতি মাসে (৩০ অক্টোবর) আরও একটি স্প্যান বসানোর কথা রয়েছে। ১০ ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুর সবগুলো স্প্যান বসানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সেতু বিভাগ।
৪২টি পিলারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসিয়ে ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা।
কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে সেতুর কাঠামো। সেতুটি ২০২১ সালে খুলে দেয়ার পরিকল্পনা আছে।