ফরিদপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেলে কোতোয়ালি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশের ধারণা, ওই তরুণীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। স্বামীর পরিচয়ে আসা তার সঙ্গী পালিয়ে গেছেন।
ওই তরুণীর নাম স্বর্ণা। তিনি মাদারীপুর সদর উপজেলার উত্তর দুতখালী গ্রামের শাহাদাত হোসেনের মেয়ে। তার স্বামী রোকন মোল্যা ইতালি প্রবাসী। ময়নাতদন্ত শেষে স্বর্ণার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বর্ণার স্বামী পরিচয়ে হোটেল ভাড়া নেয়া সজিব মাদারীপুরের সার্বিক পরিবহনের বাসচালককের সহকারী।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, শুক্রবার বেলা দুইটার দিকে শহরের রাজস্থান আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে মো. সজিব ও স্বর্ণা ২০৭ নম্বর কক্ষ ভাড়া নেন। শনিবার বিকেলে হোটেলের এক কর্মী ওই কক্ষে প্রবেশ করে বিছানার ওপর তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।
তিনি জানান, হোটেলের কক্ষ ভাড়া নেয়ার সময় সজিব নিজেকে মাদারীপুর সদর উপজেলার থানতলা গ্রামের বাসিন্দা বলে জানান।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক ওই তরুণের দেয়া তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তাকে আটকের চেষ্টা চলছে।