সিলেটে পুলিশ ফাঁড়িতে হত্যা মামলার মূল আসামিকে শনাক্ত করা হয়েছে জানিয়ে তাকে শিগগিরই গ্রেফতার করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
বলেন, ‘অপরাধ করে কেউ পার পাচ্ছে না। পুলিশ সদস্য অপরাধ করেও ছাড় পাবে না।’
ঘাটাইলে পারিবারিক একটি অনুষ্ঠানে অংশ নিতে শনিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী টাঙ্গাইল আসেন।
১১ অক্টোবর ভোরে সিলেট নগরের কাস্টঘর এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির শিকার হয়ে রায়হান উদ্দিনের মৃত্যুর দাবি করে পুলিশ।
তবে পুলিশের ভাষ্যে সন্দেহ দেখা দেয় স্থানীয়দের বক্তব্যে। ওই এলাকার ক্লোজড সার্কিট ক্যামেরা ফুটেজে যুবককে গণপিটুনির কোনও প্রমাণই মেলেনি বলে জানান স্থানীয় কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম।
পরে রায়হানের স্বজনদের মামলার পর পুলিশের সম্পৃক্ততার প্রমাণ মেলে। ময়নাতদন্ত প্রতিবেদনে রায়হানকে নির্যাতন করে হত্যার কথা জানিয়েছেন চিকিৎসক।
এই ঘটনার প্রধান সন্দেহভাজন ফাঁড়ির ইনচার্জ এস আই আকবর হোসেন পালিয়ে গেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিলেটের রায়হান হত্যা মামলার মূল আসামিকে শনাক্ত করা হয়েছে। তাঁকে ধরতে প্রচেষ্টা অব্যাহত আছে। খুব শিগগিরই তাঁকে আমরা ধরে ফেলব বলে আশাবাদী। অপরাধ করে কেউ পার পাচ্ছেন না। পুলিশও কোনো অপরাধ করে ছাড় পাবে না।’
কামাল বলেন, ‘পুলিশ সদস্যরা যেখানেই অন্যায় করেছেন, যাঁরাই শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তাঁদের আইনের মুখোমুখি করা হয়েছে এবং তাঁরা শাস্তিরও মুখোমুখি হয়েছেন।
পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করতে যা যা দরকার সব করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করছে। পুলিশের আরও জনবল, দক্ষতা, সক্ষমতা বৃদ্ধি জন্য যা যা প্রয়োজন, প্রধানমন্ত্রী সেগুলো করে যাচ্ছেন।’
সংসদ সদস্য ছানোয়ার হোসেন, হাসান ইমাম খান, আতাউর রহমান খান, তানভীর হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র জামিলুর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সোহেল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।